সোমবার মার্চ ৮, ২০২১ || ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
খবর২৪ডেস্ক
পিরোজপুরের মঠবাড়িয়ায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি মাসুমকে গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার তুষখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুম আলগী পাতাকাটা গ্রামের রত্তন হাওলাদারের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদ জানান, আলগী পাতাকাটা গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রীকে গত ১৮ ফেব্রুয়ারি সকালে খেলনা কিনে দেয়ার কথা বলে একই এলাকার সাগর (১৮) পাশের একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় ওই ছাত্রীর মা সাগর (১৮) ও সহযোগী হিসেবে মাসুমকে (৩০) আসামি করে সোমবার রাতে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামান জানান, গ্রেফতারকৃত মাসুমকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপার্দ করা হয়েছে অন্য আসামিকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।
Leave a Reply