সোমবার মার্চ ৮, ২০২১ || ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
খবর২৪ডেস্ক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইট থেকে স্বর্ণগুলো উদ্ধার করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক নুরুন্নাহার লিলি বিষয়টি নিশ্চিত করেছেন
তিনি জানান, বিমানটি অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তল্লাশি চালানো হয়। যাত্রী আসনের ওপরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের প্যানেলে তল্লাশি চালিয়ে ১৫০টি সোনার বার পাওয়া যায়, যার ওজন ১৭ কেজি ৪০০ গ্রাম।
এ চোরাচালানির সাথে কারা সম্পৃক্ত সেটি খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ ঘটনায় কাউকে আটক করা যায়নি’।
Leave a Reply