সোমবার মার্চ ৮, ২০২১ || ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
খবর২৪ডেস্ক
রাজবাড়ীর কালুখালীতে রক্তাক্ত অবস্থায় মঞ্জুয়ারা বেগম (৪০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে মাজবাড়ী ইউনিয়নের কাশমিয়ার বিলে রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
তিনি উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কুষ্টিয়াডাঙ্গী গ্রামের মানিক খানের মেয়ে এবং কোমরপুর গ্রামের নজরা শেখের স্ত্রী।
সোমবার সকালে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কাশমিয়ার বিলে রাস্তার পাশে একটি লাশ দেখে পুলিশকে খবর দেয় কয়েকজন কৃষক। খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত মঞ্জুয়ারা’র বড় ছেলে রঞ্জু শেখ ও তার স্ত্রী সাবিনা খাতুন জানান, ‘তিন দিন আগে আমার মা বাড়ি থেকে তার বোনের বাড়ি পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুল গ্রামে বেড়াতে যান। রোববার সন্ধ্যায় সেখান থেকে আমার নানার বাড়িতে আসার জন্য বের হন। কিন্তু রাতে কোনো বাড়িতেই তিনি আসেননি। সকালে আমার মায়ের লাশ পড়ে থাকার কথা শুনে আমরা এখানে এসেছি।’
সংবাদ পেয়ে রাজবাড়ী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফুজ্জামান, কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান ও ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল গণিসহ কয়েকজন সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফুজ্জামান বলেন, ‘আমরা লাশের সুরতহাল রিপোর্ট করেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার সাথে যেই জড়িত থাকুক কাউকে ছাড় দেয়া হবে না।
Leave a Reply