বুধবার জানুয়ারি ২৭, ২০২১ || ১৩ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
খবর২৪ডেস্ক
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, করোনা মহামারীর কারণে বিশ্ব অর্থনীতি পিছিয়ে পড়ছে। কিন্তু শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।
শনিবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য মাহবুবুল হক মোল্লা বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম শাহাদাত হোসেন তসলিম, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট মুক্তা আক্তার, কাশিনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, জগন্নাথদীঘি ইউপি চেয়ারম্যান জানে আলম, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, সহ দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম শাহীন মজুমদার প্রমুখ।
এ সময় আওয়ামী যুবলীগের কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply