শুক্রবার মার্চ ৫, ২০২১ || ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
খবর২৪ডেস্ক
মালালা ইউসুফজাইকে লক্ষ্য করে গুলিবষর্ণকারী পাকিস্তানের প্রাক্তন তালেবান নেতা এহসানউল্লাহ এহসান জেল ভেঙ্গে পালিয়েছে।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত অডিও ক্লিপে এহসানউল্লাহ এহসান বলেছিলেন, তিনি পাক নিরাপত্তা বাহিনীর বিশেষ জেলখানা থেকে গত ১১ জানুয়ারি পালিয়েছে। ২০১৭ সালে প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেন। তখন তাকে কিছু প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।
তিনি অভিযোগ করেন, পাক সরকার কথা রাখেনি। আল্লাহর মেহবানিতে ১১ জানুয়ারি আমি জেল ভেঙে পালাতে সফল হয়েছি। এহসানের দাবি করেন, তাকে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তিন বছরের মধ্যে ছেড়ে দেয়া হবে।
নারী-শিক্ষার প্রচারে কাজ করায় ২০১২ সালে মালালাকে গুলি করে এহসান। এরপর ২০১৪ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলেও গুলি চালায় ৮-১০ জন জঙ্গি। তাতেও নেতৃত্ব দেয় এহসান। ওই হামলায় ১৪৯ জন নিহত হন।
Leave a Reply